বিদুর ব্লগজিন : শ্যামল দেবনাথের কবিতা
নিকট দূর
সেদিনের তুমি আজ বহুদূর নক্ষত্রের মৃদু উপস্থিতি
পাখি আর বিড়ালের ভূত অভূত অন্ধকার অধিকতর
এই বেরসিক সময়ের আপাতত খুচরো
বয়ে চলি, শরীরে অনুশোচনার হাতি
ব্যাধির আত্মীয় আমারও শুভাকাঙ্ক্ষী
শকুন্তলার দেশে তাই সমস্ত প্রজাপতির উপর
তোমাকে সাজাই গোপনে
অভিমান, বাক্যটি মুখে নেই পূবের, পশ্চিমেরও
শুধু আসা আর যাওয়ার মাঝখানে
আমার থেকে আমি অনেক দূর হয়ে গেছি
যথার্থ
হয়তো ঠিক ততটা বোঝাতে পারলাম না যথার্থ
ফুটে থাকা ফুল যেভাবে জানিয়ে দিতে পারে
নামবর্ণগন্ধ
আমি তো তাদের কেউ নই
অথবা ঘুরপথে দুটি পা রেখে এসে
বাড়ি হয়ে থাকি সারাক্ষণ
জানি, এখানে স্নানের পর মধ্যাহ্ন আহার
বাগ্দেবী তখন সাদা ভাত আর তরকারির ভিতর
জেগে থাকা মৃত্যুঞ্জয় হাসি
এসবই কৌশলের দাস হয়ে
পাখির চোখে ফলের বাগান
বেশ আছি এই রহস্যময় বনবাংলোয়
দূর থেকে আন্দাজ করে কেউ কেউ
কাছে থেকেও অনেকেই বিস্ময়, বেমালুম
এই পাথর আর জলের গান বুকে নিয়ে
আমিও কি পারি সব সময় নিজেকে বুঝতে।
যে কথা
হলুদ-লাল-নীল ফুলের অবগাহনে পুড়ছে সময়
পাখিরা জানে যে কথা
মাছিদের জানার কথা নয় সেই বীজের গণিত
গ্রীষ্মের তৃষ্ণার্ত নদী, অথবা ময়ূরাক্ষী
আমিও কি আজ তাই ----
বাতাসে ওড়ে মেঘের আত্মীয় স্বজন
তার দিকে হা -হুতাশ
ত্রিকাল লিখছে মাটির রক্ত ভাষা
তুমি ওঁ, তুমি যম, তুমি শান্তি।
হরিণের মাংস
অতঃপর শুধু তার নিরপরাধ মুখ
এই করোনা ভাইরাসের আবহে যখন
জাতীয় সড়কে হরিণ, কোলকাতার গঙ্গায় বহুদিন
পর ডলফিন, পুরীর নির্জন সমুদ্রতীরে
জমে উঠেছে কচ্ছপের বংশবৃদ্ধি চর্চা ----
এই অভাবনীয় অনুভূতির তীব্রতায়
মুখরিত হয়েও মৌলিক সাদা পাতায় মুদ্রিত চাঁদ
এখন আমার পরিপূর্ণ আগ্রহ
ভাবি কোনোদিন কি আমি তার কাছে
হতে পারতাম প্রকৃত প্রস্তুাব
কেটে যাওয়া পথের দিকে তাকিয়ে আজ
চোখের আরাম, বুকের ভিতর অবিরাম পাগল সানাই
এ যাবৎ গুরুত্বহীন সব ভালোলাগাটুকু
উত্তরের মাটির দিকে ক্রমশ হাওয়া জল অগ্নি ...
অবান্তর
বাতাসের কাছে হেসে লুটিয়ে পড়া পাতাটি আমার
অথবা জলহীন গ্রহরত্নের একাকী সম্রাট
এইভাবে বাজাবো এস্রাজ
নদীগুলো ছুটে এসে সাতলক্ষ বছর আগের রসাতলে পাঁচকোটি ঘোড়ার বীর্য হাঁ করে দেবে
চতুর্দিকে অন্ধকারের সাতভাই এক বোন
চাঁদ এসে তরমুজে রাখে না মুখ
বরং আকাশের তারার দিকে খোলা বুক
আমার যা কিছু প্রকৃত আমার নয়
বিড়ালের থেকে দূরত্ব রাখা ইঁদুরের অঙ্ক
যেমন সুদূরপ্রসারী রঙ, সে অর্থে আমি বিপরীত
এখনো অবধি ভূতের পিছনেই ছুঁটে মরা
****
শ্যামল দেবনাথ শূন্য দশেকের কবি
প্রথম কবিতা প্রকাশ : সঞ্জীব প্রামানিক সম্পাদিত বাংলা ভাষা পত্রিকায়
প্রকাশিত কাব্যগ্রন্থ : প্রজাতিবন্দর
প্রকাশনা :ঋদ্ধ, ২০০৫
বাসস্থান : নবদ্বীপ, নদিয়া
সম্পাদিত পত্রিকা : স্নান
Comments
Post a Comment