বিদুর ব্লগজিন: বর্ণালী কোলের কবিতা
বর্ণালী কোলের কবিতা
দেশ
চটা গেঞ্জি
লুঙ্গি, কারো বা জীর্ণ প্যান্ট
ঘামে ভেজা
বুভুক্ষু চোখ, অর্জুন
গাছের ডালে পাখির মতো বাড়ি ফেরার ইচ্ছে
“বাপু,ডান্ডি মার্চ” চিত্রের দৃঢ়তায়
এইসব শ্রমিক
শতাব্দীর পর শতাব্দী ভারতবর্ষের পথে পথে
কোনও আহ্বান নেই,নেই আয়োজন
দরিদ্র ভারতবাসী মানুষ নয়,পরিযায়ী
ঝড়
ঘুম থেকে উঠে দেখি বেঁচে আছি
এই যথেষ্ট নয়?
ধ্বংসের মধ্যেও একটি কিশোরের মুখ
আলোর পাশে
গতরাতে মাঠের গভীর ক্রন্দন
হাওয়ার বিলাপ রুদালীর থেকেও দীর্ঘতর
কম্পমান ঘর প্রার্থনারত
গাছ পড়েছে,মানুষ পড়েছে
বাড়িঘর
ছিন্নভিন্ন পাতা,ফাটা ফল
দেওয়ালের গা ঘেঁষে বকের ছানা
নিষ্প্রাণ চোখ,ক্ষতবিক্ষত পালক
কাল রাতে ওরই মা অত তীব্রস্বরে চেঁচিয়ে উঠেছিল?
লকডাউন
প্লাগ
পরপর,পরপর,পরপর
মোবাইল চার্জার গোঁজা
রোদে পোড়া দুপুর
শূন্য চটা ওঠা টিনের থালা
যেন দুর্ভিক্ষের আলোকচিত্র
আরোগ্য
মুহুর্মুহু কোপ।
ঘুম ভাঙে ঘুম আসতে না আসতেই।অপারেশনের পরের
প্রথম চেতনা মুহূর্তের যন্ত্রণা শরীরে।তীব্র স্রোত।
প্রাণপণে সাঁতরাতে সাঁতরাতে হিমের আমেজ।
মদির শিরীষ।
বিশল্যকরণীর মতো আমাকে সারিয়ে তোলে
তোমার দুর্নিবার সমর্পণ
প্রেমিক
এরপরও কৃষ্ণচূড়ার দুপুর
বসে পড়েছে আবার সে,নিলাজ
সঙ্গী কলম
সঙ্গী সানমাইকার ছোট ছোট ফুল
নিমগ্ন তার দীর্ঘ বাহু,নিরলঙ্কার
সাদা পৃষ্ঠায় ঠোঁট ঘষে সে
সাদা পৃষ্ঠায় স্নান
ওইখানে গচ্ছিত ক্ষত, কুমিরের দাঁত
আপনজন
আমার মৃত শরীর দেখেছিলাম একবার
স্নিগ্ধ সকালে মুক্ত আলোয় শায়িত আমি
আমার শুভ্র শয্যার চারদিকে ফুল
ফুলেরা সব কবিতা
মৃত্যুর পরও ঘিরে আমায়
মৃত্যুর পরও চুম্বন করছে
Comments
Post a Comment