বিদুর ব্লগজিন : সঞ্জনা রায় -এর কবিতা
সঞ্জনা রায় -এর পাঁচটি কবিতা
🍂🍂
♦ পাক খেতে খেতে♦
জং-ধরা শরীর নিয়ে পাক খেতে খেতে পৃথিবীটা
ডিগবাজি খেয়ে পড়ল জমে থাকা কালো জলে---
দু-পাশের কচু বন থেকে ব্যাঙেরা গলা বাড়িয়ে
ড্যাবডেবে চোখ ঠেলে দেখল ক্ষয়াটে নীল বল
কোনোক্রমে ভেসে আছে সর-পড়া সময়ের ওপর,
শব্দ পাওয়া যায়--- কীভাবে ঠোকাঠুকি লেগে
ভেঙে যাচ্ছে সোনালি কাঠি রুপালি সুতো দিয়ে
বুনে রাখা স্বপ্নের মাদুর।
বাঁশ বাগানের ভেতর যে শেয়াল-শেয়ালি
কান খাড়া করে বসেছিল শুকনো পাতার মড়মড়ানি
শুনতে চেয়ে, তারা এসবের কিছুমাত্র টের পেল না,
বরং পেটে পেট ঠেকিয়ে
অহিংস ভঙ্গিতে ঘুমিয়ে পড়ল।
🍁🍁
♦আলো ♦
ধিকধিক করে জ্বলছে দুটি স্তন---
সাদা হয়ে জ্বলছে দুটি স্তন।
গড়িয়ে পড়া আলো পৃথিবীর স্বার্থে
পিঁপড়েরা শরীরে ধারণ করছে, অন্য এক পথ দিয়ে
ঢুকে যাচ্ছে গর্তে।
দৃঢ় জমির ওপর শুয়ে পড়ে
নাভির ভেতরে ফুল ফোটার শব্দ শুনতে পাচ্ছি।
🍁🍁
♦ যেভাবে দুপুর ♦
আলপথে যেভাবে দুপুর উলটে পড়ে থাকে, নয়নপথে
উপুড় হয়ে শুয়ে আছ। তোমার গা ঘেঁষে
যে-নদী বয়ে চলে, তার ঢেউয়ের মাথায়
প্রাচীন নক্ষত্রদের এক-একবার দেখা যাচ্ছে। ডিগডিগে
চেহারার একটা বালক খুবলে খুবলে
সেগুলো খাচ্ছে জলের বুকে গর্ত করে, যার
পাঁজরের হাড়ের সজ্জা আমাদের সন্তানের মতো,
যেমন চোখদুটোও--- অর্কিড নিঃসংকোচে
সমস্ত রং ছড়িয়ে রেখেছে।
আঙুলের ফাঁক দিয়ে
নদী বাষ্প হয়ে বাতাসের গায়ে তামাটে
আধখানা চাঁদের রূপ নিয়ে ঝুলে আছে, তার
হালকা জ্যোৎস্না তোমার শরীরের আদলে
লেপটে রয়েছে বিছানায়।
🍁🍁
♦ স্বপ্ন ♦
জানালা-খোলা নির্জন শীতের রাত। জঙ্গলের
বুকচেরা রাস্তার চলে যাওয়া দেখছিলাম---
মোমবাতি-হাতে চার জন মহিলা
ধীরে ধীরে হাঁটছে, ওদের পোশাক নেই, স্তনবৃন্তে
হলুদ ফুল ফুটে উঠছে--- খসে গিয়ে
পা বেয়ে গড়িয়ে পড়ছে। ত্রস্ত জন্তুর মতো
জ্যোৎস্না পথ ছেড়ে দিচ্ছে সন্তর্পণে।
রাস্তা যেখানে থামল, সেখানে
মুণ্ডহীন প্রাণীরা স্তূপাকারে জড়ো হয়েছে
পুনর্জন্ম-লাভের আশায়। মাটিতে নামিয়ে রাখা
মোমবাতি। নির্বাক প্রাণীগুলোর অব্যক্ত চোখে
উদ্ভট স্বপ্ন দেখে ফেলে অভিজ্ঞ নক্ষত্রেরা
শব্দ করে হেসে ফেলল শুনতে পেলাম।
🍁🍁
♦ঝরে যাওয়ার সময় এলে ♦
নিস্তব্ধ দুপুর
চলে যেতে গিয়েও বিস্ময়ে থেমে আছে
হরিণের রমণদৃশ্যে, জরায়ুহীন মেয়েরা
ভিড় করেছে--- তাদের চোখের কোণে
জ্যোৎস্না শিশুর মতো ছুটে বেড়ায়, আছাড় খায়
ঘাসে পা জড়িয়ে।
পৃথিবীর ঝরে যাওয়ার সময় এলে
বুড়ো পৃথিবী, জরায়ুহীন মেয়েরা, শিশুজ্যোৎস্না
কস্তুরী নাভির স্বাদ নেয় ডিম্বাকারে বসে।
🍂🍂🍂
🌎 পরিচিতি
👱♀️ সঞ্জনা রায় প্রথম দশকের কবি
✍ প্রথম কবিতা প্রকাশ : দিকনগর পত্রিকা
📝 প্রকাশিত কাব্যগ্রন্থ : সময়, তার প্রতিবিম্ব
( বিদুর, ২০১৯)
Comments
Post a Comment