বিদুর ব্লগজিন : অভিরূপ মুখোপাধ্যায়ের কবিতা


অভিরূপ মুখোপাধ্যায়ের কবিতা 

রমণপ্রিয় ঘাস

রৌদ্রতেজ বারুণ শোনো, দাঁড়াও
শিরোধার্য, জলের নিচে চোর
তাকিয়ে বলে নৌকা প্রাণপন!

মন্ত্র দেব বক্ষ খোলো মেঘ
হরিদ্রাভ পুস্তকের জল
রৌদ্রতেজ কুসুমে ঢিল ছুড়ি?

পরিত্রাণ জন্মে নাচে নদীর
শিরোধার্য পান্ডুলিপি পারে
ছন্দ নয়, শব্দ নয়--- মন

কী সন্দেশ নিমন্ত্রণে হাসি?
কী অরণ্য সন্ধ্যা ধরে খায়?
শ্রীসঞ্জয়, দৃষ্টি তবে কার?

নেশার দম রৌদ্রে বোমভোলা
নেশার কী কী রমণপ্রিয় ঘাস?
মাথা দোলায় রাধিকা নীল হোঁচট

আহা হোঁচট, স্বর্ণ ঝরে যায়!



সন্ধিপূজা

ঘরের ঠাণ্ডা লাল মেঝেয়
এসে দাঁড়াল শারদীয়া
তার বুকের দুধ মাটি
খড়ে হলুদ পাখি গাহে

মা তোর বয়সে কার নদী?
স্নানে শান্ত এক পরী
আমার রোদ ডুবছে চোখে
তাকায় সবুজ ফলমূল

পড়ে, রক্ত পড়ে ফলে
আহা, ফলাফলটি কে গো?
খোঁজে রাত্রি জেগে রোজ
দোহে মৃৎশিল্প শেখে

মৃৎশিল্প শেখে ভাই
শবশিল্প শেখে, চলো
প্রাণশিল্প শিখে যাই
ঘাটে অগ্নি পান করি

মেঘ ঝলসে দেয় ত্রিশূল
জপে সন্ধিপূজা মায়া
জ্বলে মন্ত্রপাঠ মেঝেয়
একা কাঁপতে থাকে তরী...

 

প্রসাদী

আয় রে কোকিল তালক্ষীর রাঁধি
যায় রে পালকি যায়...

অরণ্য নীল বুক খুলে ধরে
ওহে সতর্ক: নাও!

নিয়েছি, শরীর পালক মাত্র
উড়েছে হাওয়ায়, ওরে

ঠাকুরে পেলাম প্রসাদী পুকুর
ধাঁধাঁয় বসব চল...

গায় রে কোকিল ঘরের জানালা
অবাক তাকায় রাতে

আকাশ হাতড়ে খোঁজে বাঁকা চাঁদ
ও রঙের কত তল!



মনোহর

খুলে রাখি শেষ
কি দেখছ ভূমি?
একা মনোহর?

পরিযায়ী পাওয়া
কে তোমার দিন?
অজস্রবার

মেঘে রাখে আলো
সাঁঝে তারা-শস্য
ছড়ায় আকাশে

মনে ভাসে জাদু
জাদুর খাতায়
সমুদ্র লেখে ---

এই অভ্যেস!



মানিনী

এসো, বিভ্রম ফাঁকা ঘরে স্বাদ
ফেলে রেখে যাও এক ঘটি

আহা, স্নান কত প্রাণ খুলে ডাকে
শালিখের চোখে শশধর

তুমি জানবে না আমিও মাটির
খুলে রাখি সব প্রচ্ছদ...

শান্তির পায়ে জন্মায় ঘাস
মানিনী এমন ফুলগাছ!

বলো, স্বাদ বলো চরাচরে তুমি
কোথায় পেতেছ আশ্রম?

তাতে যাই ডুবে মরি আর বাঁচি
কবিতা লেখার সরোবর...

























Comments