বিদুর ব্লগজিন || নির্বাণ বন্দ্যোপাধ্যায়-এর গুচ্ছ কবিতা
নির্বাণ বন্দ্যোপাধ্যায়-এর গুচ্ছ কবিতা
ছায়ামানুষের খেলনাগাড়ি
জলের ফুসফুস আজ আকাশে উৎকীর্ণ হয়ে আছে
গাছের সংরাগ থেকে ঝরে যাচ্ছে তাজা ফুল
ফুলের নিস্তার থেকে গাছ
দ্বন্দ্বের মুষলগুলো ডুবে আছে ডিমের তরলে
ফ্যাকাশে শনের চুল মাটিতে লুটিয়ে
নেচে নেচে মিহি স্বরে গুনগুনিয়ে উঠছে ঝোড়ো হাওয়া
যোজন-যোজনব্যাপী হাতে
দিগন্তরেখার চিহ্ন মুছে দিচ্ছে মাটি লেপে লেপে
দুচোখ ফুরিয়ে গিয়ে রন্ধ্রে রন্ধ্রে জেগেছে আবার
আগুন হাতড়াচ্ছে বুনোঘোড়া
ঘাস নুয়ে নুয়ে পায়েচলা শীর্ণ আয়ুরেখা ধরে
বাতিল টায়ার ঠেলে ছায়াশিশু দিগন্তে উধাও
সুগন্ধ পাচার হচ্ছে
এলোমেলো হাওয়া তার নৃত্যভঙ্গি টুকে রাখছে গাছে
স্পর্শের ঘোরানো সিঁড়ি বেয়ে
কাচের চুড়ির শব্দ উঠে যাচ্ছে সুর বুনে বুনে
বনের মাঝখানে এসে খেই হারিয়ে থেমে গেছে পথ
বাকিটুকু অনির্দেশ, ইশারাসম্বল
মৃদু হাওয়া বয়ে যাচ্ছে আকাশের বন থেকে
ছেঁড়া ছেঁড়া বনের আকাশে
রিণরিণ জলের শব্দ চেনাচ্ছে গোপন এলোঝোরা
অনন্তের আঁকিবুঁকি পাথরে পাথরে আধোঘুম
গহীন অপেক্ষাটুকু পথপ্রান্তে চোখ বুজে শুয়ে
বিন্দুতে উজাড় হয়ে আছে
বনের মর্মর ঠেলে
দূর থেকে হেঁটে আসছে বল্গাহীন আলোর নুপুর
আলোয় নিকানো ব্যথা কেঁপে কেঁপে সুরতনুবালি
পাতা উড়ছে শ্বাসের গভীরে
অনাঘ্রাত মাংস থেকে খুলে আসছে পিতলের ছায়া
কাঙাল জখমগুলো পাখির হৃদপিণ্ড চিরে চিরে
হাওয়ায় গড়িয়ে দিচ্ছে সাঁঝরং আকাশপেয়ালা
ইশারাবিম্বিত সিঁড়ি জলের তলায় ডুবে আছে
আড়াল ফুটিয়ে তোলা ফুলের খোঁয়ারি থেকে উড়ে
সোঁদা ঘাসবনে শুয়ে হেসে উঠছে হাড়ের চিরুনি
তারের মূর্ছনা মিহি চড়াই-উৎরাই ভেঙে ভেঙে
ভবঘুরে হাতের আঙুলে
সুপ্তি থেকে উঠে আসছে শ্রুতির মরাল গ্রীবা,পারদের স্তন
সোনালি রিবন উড়ছে
সাদার স্তম্ভন থেকে বাদকের রক্ত ঝরছে
ছাউনি দেওয়া সুরের পাতালে
স্পর্শের আকুতি নিয়ে চতুর্দিক জল আর জল
আলোর রঙিন টুপি অকূলে ভাসিয়ে
বাজনার ফোকর গলে ঢুকে যাচ্ছে বুদ্বুদের পাখি
Comments
Post a Comment