বিদুর ব্লগজিন।। তন্ময় ভট্টাচার্য-এর কবিতা।।
তন্ময় ভট্টাচার্য-এর গুচ্ছ কবিতা
বিরহ
একাকী বৃদ্ধ আর নুয়ে-পড়া প্রতিমামুকুট
সব দৃশ্য মুছে যায়। আয়োজন এখানে গরিব।একের পর এক গানও খানিক আকাশমনা, চুপ
উমাকে ছাড়তে এসে যে হাত ইতস্তত শিব
ফলার
তোমাকে, দুঃখের দিনে, আমাদের পৈতৃক বাগান
কী কী ফল দিতে পারত, সে-কথা হিসেব করে
এবার বাজার কিছু কম কোরো, এসো, পেড়ে নাও
পায়ে ফুটবে বেলকাঁটা, পাখির উচ্ছিষ্ট কিছু শাঁস
আড়াআড়ি বাদ দিলে অবশিষ্টে পেট ভরে যায়—ক্ষুধার নিয়ম জানি; যে-মন গরাসে নিল সম্পূর্ণ মানুষ
ভোগের সংকল্পে তার গোত্র কেন আলাদা, ঠাকুর?
প্রতীকী
অপরাধ, ভিড়ের সুযোগে
হাত ছেড়ে পালিয়ে গিয়েছে
সারি-সারি মাথা, আর
সম্পর্কঘোষণা বেজে যায়
অপরাধ, ফিরে পেলে
আর কোনো দোষ ধরব না
শাস্ত্রবিরোধী
ঘুমের মধ্যেই যদি মরে যাই—
এই ভয়ে, সারারাত জেগে থাকতে হয়
শরীর খড়ের মূর্তি
অবমাননার দায়ে আগুন
ধরিয়ে দিচ্ছে কেউ
তোমার চিকিৎসাশাস্ত্রে শুধুই ভাসান
কেন জলপটি নেই, প্রিয়মুখ?
বিজয়া
সবাই জেনেছে, তার
শিবশম্ভু সংসার
এ-জীবন স্বর্গাদপি
আলো
লোকনিন্দা-ভয়ে তাই
যেতে হয়, যাওয়া চাই
নিজেকে বোঝাল—
Comments
Post a Comment