বিদুর ব্লগজিন।। অয়ন হালদার-এর গুচ্ছ কবিতা।।


অয়ন হালদার-এর গুচ্ছ কবিতা 



প্রতিচ্ছবি

গিলে ফেলা ধূসর মেঘে সাঁতার কাটি

শাশ্বত হিমশৈল সামনে

প্রতিটা শেষ

শুরুর গায়ে বেঁচে থাকে

ছন্দ আঁকে প্রতিটি বুদবুদ

পাশে বসি তাদের

তুমুল আলাপচারিতা চলে

সেদিন

মৃত বালির দেহে দেখেছিলাম

আহত মেঘের কান্না

তার কপালজুড়ে ভঙ্গুর এঁটেল আল্পনা এঁকেছিল

প্রতিটা রক্তের যুগে আমার পা আটকে যায় তার দম্ভে

আড়ষ্ট হয়ে আসে আশ্বাস

উবু হয়ে বসি

শূন্যে ছুঁড়ি

বহুরূপী প্রতিচ্ছবি

 

 

খুনি

ধারালো জলের কামড়ে বিক্ষত— রক্তাক্ত পেশি

এক-এক গ্রাসে জ্যোৎস্না গিলছে...

ভয়াবহ! 

কারা যেন শূন্যে ছুঁড়লো আর্দ্র চিরকুট...

রহস্যের আরশির

বাণে আড়ষ্ট আমার ভার্টিব্রা

 

 

দিকভ্রষ্ট

অন্ধকারের দাঁত আমার বুক কামড়ে ধরে

ছন্দ ভুলে কিন্নরদলের মাঝে গান বাঁধি, 

একটু আশা বই-কী! 

আর

অন্ধ শুশুকের মতো হাতড়াতে থাকি কঠিন…

 

 

হারিয়ে যাওয়ার কবিতা

জীবনের শেষে জ্বলতে থাকা শালুকে স্নান করি

ভীষণ তৃপ্তির সাথে পান করি

জ্বলন্ত মেটামরফসিস

বহুকাল হলো

এক হলুদ মেঘে হারিয়ে গেছে ...

 

গোটা একটা যুগ

পেন্ডুলামের দাস বোধহয়...

 

 

আমি

নীলাভ শ্যাওলা গায়ে মেখে এগিয়ে চলি

রক্তিম কৃষ্ণচূড়া ছায়ায়

যেথা

মাওড়া শকুনের কান্না আমায় আচ্ছন্ন করে

চোখ বন্ধ করি

দেখি

গোটা এক যুগের মধুরতা

অনাহারি বোষ্টমির খঞ্জনির শব্দে খসে পড়ে

 

 

Comments