বিদুর ব্লগজিন।। জয়ীতা ব্যানার্জী-র কবিতা
জয়ীতা ব্যানার্জী-র গুচ্ছ কবিতা
নিরুদ্দেশ সম্পর্কে ঘোষণা
১
চাঁদ ওঠে
যেন শিশুর প্রথম বৃত্ত আঁকা
ত্রুটির সরলতায় মা'র প্রশ্রয়হাত
ফোটে রাত্রি, লক্ষ্মীমেলা, সন্ধ্যার আরতি
২
এ পথের কথা আগে কখনো বলিনি
শ্রান্ত রৌদ্রদিন।
জলসত্ৰ, খোলো দ্বার
জন্মসূত্রে দাবিহীন, অবনত, প্রবেশের কালে
আমি শুধু
চৈত্রের অসহ্য রূপের কথা বলি
৩
সেই কাঠবিড়ালির
কথা ভাবছি এখন লেবুবাগানের
পিঠে আলগোছে
এঁকে দেওয়া অনন্তের তিনটি আঙুল
দূর থেকে
চোখে পড়ে রাসমঞ্চ, রোদ
নিরুদ্দেশ
ঘোষণাগুলি একমনে শুনে চলা উদাস বালক
দুপুরের টিউশন ক্লাসে 'জাদু তেরি নজর'
এবারের পিকনিকে
কে যাবে কোথায়
মফস্বলের শীত বিবিধ
কারণে ভীত, অবিশ্বাসী, পরশ্রীকাতর
৪
কুরুশে চাদর
বোনে শিউলির মা
সময়টা ধরা
যাক উনিশশ সাতানব্বই
পাড়াতে একটিই
ফোন। ছাদ থেকে হাঁক দিলে
তিন-চার
ঘর পরে সন্ধ্যা মাসি সাড়া দেয়
তার শাড়িতে
বমির গন্ধ দিল্লি নিবাসী ভাই টের পেয়েছিল
কথার মাঝেই
তাই কথা কেটে গেছে
শিউলি আজকে
ফের ফেরেস্তার দেখা পেয়ে দাঁড়িয়েছে অন্ধকারে
আবছা গলির
মোড়ে ধোঁয়া ছাড়ে
কুরুশ কাঁটার
মতো চকচকে দাঁত তার, শিউলি দেখছে
ঝিম ধরা
মহিলা মেসে আমরা ডিনার সেরে, চুপচাপ
দোতলার ঘরে
উঠি। জানলা খুলে তারাখসা দেখি
৫
জানি না
তোমার গান আর কতটুকু বাকি ছিল
এসব সময়ে
প্রায়ই কালবৈশাখী আসে
মঞ্চের পর্দা
ওড়ে, আলো নিবে যায়
'মণিপুর রাজকন্যা'
ভাবি বসন্তে
রিহার্সালে দেখা হয়ে যাবে একদিন
Comments
Post a Comment