বিদুর ব্লগজিন।। তৃষা চক্রবর্তী-র কবিতা।।


তৃষা চক্রবর্তী-র কবিতা


এক

যত দূরে যাই, তুমি আছ

অসীম অনন্ত সাগরে

যতদূর চোখ যায়

 

সুপারনোভা ও মহাজাগতিক

সমস্ত বিস্ফোরণ

 

আজ জানি, তোমার ঘটানো

 

দুই

 

সমুদ্র জন্মের কথা মনে আনে

তোমার গন্ধ, চেক শার্ট

তোলপাড় হয় শিয়ালদহ নর্থ

ভিখারি বালক আজ নেশা করবে না--

লিখতে চেয়ে হোঁচট খায় কবি

বোঝাতে পারে না যে স্মৃতির ভিতর

হাজার বার গেছে কেন তা আনকোরা মনে হয়

এক, বঙ্কিম চ্যাটার্জি স্ট্রিটে আলো জ্বলে ওঠে

অধরাই থাকে হাত, যে চোখ বাস্তবিক সুন্দর নয়,

তাকানোর উপমায় তুলনারহিত

 

 

তিন

আমাকে ছাড়াই তুমি

হেঁটে যাচ্ছ

একা

দাঁড়াচ্ছ

সরবতের দোকানে

 

দাঁড়িয়ে পড়ছি

 

তোমার চলার সঙ্গে

আমার চলা ও থামা

 

সাতবার সাতবার

সাতটিবারে..

 

 

চার

 

যা হবার নয়

ঘটিয়ে চলছি অনবরত

 

লোককে বোলো না যেন

তুমিই আশিক

কবির, রক্তাক্ত মাথা


Comments