বিদুর ব্লগজিন।। প্রতাপ হালদার-এর কবিতা



প্রতাপ হালদার-এর কবিতা


অবহেলা 

 

পথে পথে নীল প্রজাপ্রতি

আলোর বোকে

আমাকে সরিয়ে দাও তোমাদের থেকে

আরও এগিয়ে যাই বন, মালতি পথ

 

 এইরূপ অবহেলায় ভালো

 

 

সামান্য বাড়ি

 

এই দোয়েল-আলোর ভেতর বড়ো হয়ে ওঠে জীবন

কুবোপাখি তাকায় পোকার দিকে

মা তাকিয়ে থাকত বাবার আসার দিকে—

আমি তাকিয়ে থাকি দুপুর কেনা টাকার দিকে

আমার এইসব এত কথা কাউকে বলতে ভালো লাগে না

আমার ক্লান্তির ভেতর,

বাঁশবনের ঘরবাড়ি  হেঁটে পেলে কবিতা মনে হয়।

 

জন্মপ্রবাল

  

গৃহস্থরেণু সেজে উঠছে

অসুখী মানুষের কবিতায়

 

কাজের মানুষের আদুরে আয়না থাকে না—

 

নতুন আলপনায় নারীর আঙুল

নম্র শ্রাবণের মতো আমাকে ভাবায়

সন্ধ্যায় ফিরে এলে

তুমিও কোন রাস্তা নিয়ে হারিয়ে যাচ্ছ আমার থেকে

দূরে, দূরে 

Comments